দেশজুড়ে

তাড়াশে আগুনে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে মেয়রপ্রার্থী বাবুল শেখের সহায়তা প্রদান

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৯ জুন ২০২৩ , ১১:৩২:২৩

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা মেয়র পদপ্রার্থী বাবুল শেখ।

রোববার (১৮ জুন) সকালে উপজেলার তাড়াশ পৌর সদরের কোহিত পাচগাছী গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ শাহিনা বেওয়া ও মোছাঃ আরিফা খাতুনকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।

এসময়  তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী বাবুল শেখ বলেন, ‘মানুষ মানুষের জন্য। দুইটি পরিবার গতরাতে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে। তাদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলাম। আল্লাহ মহান সবাইকে রক্ষা করুন।’

প্রসঙ্গত, শনিবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন লেগে কোহিত পাচগাছি পাড়ায় দুটি পরিবারের বসতঘর পুড়ে যায়।