আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে ১০ মার্চ ২০২৩ , ৩:৫৫:৩৭
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ড. হোসেন মনসুর কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নওগাঁ শরিফাবাদ খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ইউনুস আলী তাড়াশী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, এস.এম আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান লাবু, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল ও তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাসুজ্জামান সহ আরো অনেকে।