দেশজুড়ে

তাড়াশে কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ১৪ মার্চ ২০২৩ , ২:৩৭:৫৭

বাংলাদেশ কৃষক লীগের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শাখার নবগঠিত সম্মলেন প্রস্তুত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাড়াশ উপজেলা কৃষকলীগের সম্মলেন প্রস্তত কমিটির আহবায়ক নুরুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আজিজের সঞ্চালনায় নবগঠিত ২৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের কাছে উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

এ সময় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. মনিরুল ইসলাম মনি, রাশিদুল ইসলাম রিন্টু, সদস্য পলাশ সরকার, রমজান আলী, আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কৃষক লীগ একটা সুসংগঠিত সংগঠন। যে দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের কৃষিকে কৃষক লীগের নেতাকর্মীরাই সেবা দিতে পারে। এজন্য কৃষক লীগের নবগঠিত আহবায়ক কমিটিকে আরও গতিশীল হতে হবে।