দেশজুড়ে

তাড়াশে গাঁজাসহ চার মাদক কারবারি আটক

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২৮ মার্চ ২০২৩ , ৫:২৯:৫৭

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইশ্বরপুর (ধামাইচ) গ্রামের লুৎফর ফকিরের ছেলে মোঃ রুবেল ফকির (৩০), মৃত মানিক উল্লাহ সরদারের ছেলে মোঃ জমির সরদার (৪৫), মৃত কেরামত উল্লাহর ছেলে মোঃ আস্তুল মোল্লা ও চরকুশাবাড়ী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৪)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি চারজনকে দুই কেজি পাঁচশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে আটককৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।