তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ৩০ এপ্রিল ২০২৩ , ৮:২০:৪৮
সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজি মামলায় উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন-আহবায়ক কে.এম মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের বদিউজ্জামান বুদার ছেলে।
শনিবার (২৯ এপ্রিল) দিনগত রাতে নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম তারা ওরফে তারা মিয়া খন্দকার বাদী হয়ে কৃষকলীগ নেতা মনিরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে চাদাঁবাজির একটি মামলা দায়ের করেন। পরে ভোররাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত কে.এম মনিরুল ইসলামকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া খন্দকার জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে কৃষকলীগ নেতা কে.এম মনিরুল ইসলাম ও তার লোকজন আমার গরুর খামাড়ে গিয়ে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ সময় জীবন রক্ষার্থে তাকে ১লক্ষ টাকা নগদ দিয়ে দেয়া হয়। আবারো গত ২৮শে এপ্রিল দুপুরে নওগাঁ মাজারে নামাজ পড়তে গেলে আমার কাছে আরো ২লক্ষ টাকা চাদাঁ দাবী করেন কৃষকলীগ নেতা মনিরুল ইসলাম। এ সময় দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে তারা মিয়া খন্দকার বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।