আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৯:০৪
সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরি, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান খশরু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল হক, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল সহ আরো অনেকেই।
প্রসঙ্গ, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার নিহত হন।