• Uncategorized

    তাড়াশে নিষেধ অমান্য করে পুকুর খননের অপরাধে তিনজনের কারাদন্ড

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) 30 March 2023 , 6:00:24

    সিরাজগঞ্জের তাড়াশে সরকারী নিষেধ অমান্য করে আবাদি জমি নষ্ট করে পুকুর খননের অপরাধে অভিযান চালিয়ে ৩ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    বুধবার রাতে (২৯ মার্চ) উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। ঘটনাস্থলেই তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সাজাপ্রাপ্ত ৩ জনকে কারাগারে পাঠানো হয়।

    সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের তফের আলীর ছেলে আবুল কালাম কাজল, খালখুলা গ্রামের মাসুদ রানার ছেলে সাইদুর রহমান ও এক্সাভেটর মেশিন (ভেকু) চালক পাবনার আমিনপুর থানার তাঙবাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

    তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম জানান, ‘সরকারী নিষেধ অমান্য করে অবৈধভাবে আবাদী জমি নষ্ট করে পুকুর খনন ও মাটি বহনের অপরাধে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনার আইনে তাদের ৩জনকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।’

    এছাড়া অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।