আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২৯ মার্চ ২০২৩ , ২:৩০:১৮
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে ৩ মাস করে ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী অভিযান চালিয়ে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাড়াশ পৌর সদরের লিডো কিন্ডার গার্টেন স্কুলের পাশে রাতের আধারে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী মাজিষ্ট্রেট ও তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকু চালক পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকার শাহানুর ইসলামের ছেলে রাতুন প্রাং (২৮), ড্রামট্রাক চালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকার নুরু ইসলামের ছেলে সাগর আহমেদ (২৩), একই এলাকার বাবুল শেখের ছেলে হাসিবুল ইসলাম (২৫) ও পুকুরের ঠিকাদার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের হয়রত আলী (৪২)।
তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেজবাউল করিম জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনকে ৩মাস করে ও ১জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’