তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ২০ এপ্রিল ২০২৩ , ১:৫৪:৪২
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক (২০) নামে এক কুরআনের হাফেজ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুলগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক বারুহাস ইউনিয়নের বস্তুলগ্রামের আব্দুল লতিফের ছেলে।
নিহতের পরিবার ও বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ময়নুল হক জানান, নিহত আশিকুর রহমান আশিক রমজান মাসে এলাকার বাহিরে একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। তিনি বুধবার বাড়িতে এসে মাগরিব নামাজের পর তার বাড়ির নতুন ভবনে পানি দেওয়ার জন্য সেচ চালিত মটরের বিদ্যুতের লাইন ঠিক করতে যান।
এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন । পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।