দেশজুড়ে

তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২৬ মার্চ ২০২৩ , ৬:০৬:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

এ সময় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস.এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।