আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৮ এপ্রিল ২০২৩ , ৪:৫৬:৩১
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মো: বাবুল শেখ ইউনিয়নের ৭৬৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ট্যাগ) অফিসার আব্দুল আজিজ, ইউপি সচিব মো. মহব্বত আলী, ইউপি সদস্য সোলায়মান আলী, আকতার হোসেন, শরিফুল ইসলাম ও উষা রানী।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি হারে ভিজিএফ চাল উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।