দেশজুড়ে

তাড়াশে মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৮:৫৮

তাড়াশে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা। ছবি : আশরাফুল ইসলাম রনি

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় অফিস থেকে এক আনন্দ শোভাযাত্রা বের শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে তাড়াশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনির সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সবিতা রানী টুনির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক টি এম লুৎফর রহমান দিলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক মাসুদ, তালম ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্বাছ-উজ-জামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাংবাদিক শায়লা পারভীন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি আজেদা খাতুন প্রমুখ।