দেশজুড়ে

তাড়াশে হ্যাচারী ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

  তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ৭ মে ২০২৩ , ৪:৫২:৪২

সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীক পুর্ব বিরোধের জের ধরে মানবাধিকার কর্মী ও হ্যাচারী ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মানবাধিকার কর্মী ও হ্যাচারী ব্যবসায়ী আব্দুল আলিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ করেছেন।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ী নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্দুল আলিম।

অভিযোগ সুত্রে জানা যায়, মানবাধিকার কর্মী ও হ্যাচারী ব্যবসায়ী আব্দুল আলীম দীর্ঘদিন যাবত মান্নানগর বাজারে হাসের হ্যাচারীর ব্যবসা করে আসছেন। শনিবার সন্ধ্র্যার দিকে ব্যবসায়ী আলিম ও তার দোকানের কর্মচারী মাসুদ রানা দোকানের হাসের বাচ্চা রাখার ক্যারেট বাচারের ফরিদের কাছে আনতে গেলে ব্যবসায়ীক পুর্ব বিরোধের জের হামকুড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), দেলবার হোসেনের ছেলে আবুল কালাম (৫২) ও আ: আলীম (৪৫ এবং আনোয়ার হোসেনের ছেলে শিহাব উদ্দিন (২৮) লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় কাছে থাকা ব্যবসার ১লক্ষ ৮০হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, মারামারির ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।