দেশজুড়ে

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৫ মার্চ ২০২৩ , ৬:৪৭:১৩

“ক্রীড়াই শক্তি-শিক্ষায় মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুুধবার (১৫ মার্চ) সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুস সালাম (বিএসসি) এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকমাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।