• Uncategorized

    তাড়াশ পৌরসভা নির্বাচন; ৪ মেয়র প্রার্থীই বৈধ, কাউন্সিলর পদে ৭ জনের মনোনয়ন বাতিল

      তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 19 June 2023 , 10:49:48

    আসন্ন সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে, ৩৮ জন সাধারন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের ১২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।তবে কাউন্সিলর পদে তথ্যে গড়মিল থাকায় ৭ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    বৃহস্পতিবার তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাড়াশ পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    মনোনয়নপত্র যাচাই ও বাছাই অনুষ্ঠানে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী তাড়াশ সদর ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল শেখ, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ও আলামিন হোসেন।

    উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।