প্রচ্ছদ » দেশজুড়ে » তাড়াশ পৌর নির্বাচন, মেয়র পদে আ,লীগ দলীয় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ
তাড়াশ পৌর নির্বাচন, মেয়র পদে আ,লীগ দলীয় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
১১ জুন ২০২৩ , ৫:৫৭:১৪
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পৌরসভার মেয়র পদে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের দলীয় পদ থেকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা।
রোববার (১১ জুন) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল তাড়াশ পৌর শহর প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দলীয় মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, তাড়াশ পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবুল শেখ, মেয়র প্রার্থী আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আছাব কিরন, মেয়র প্রার্থী সিরাজ সরকার, ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তরা বলেন, তাড়াশ পৌর সভার নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক। এতে তাদের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তারা একটি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। অবিলম্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দলীয় পদ থেকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।