• Uncategorized

    দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

      সবুজ আলো প্রতিবেদক 2 March 2023 , 10:38:09

    বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

    পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২ মার্চ) বিদ্যালয় মাঠে দিনব্যাপি আয়োজিত ক্রীড়ানুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আমিরুল ইসলাম রাঙা।বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী,  একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল  প্রমুখ।

    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।

    ধারাবর্ণনায় ছিলেন সহকারি শিক্ষক দেবব্রত পাল।

    দিনব্যাপি মোট ৩১টি ইভেন্টে ক্রীড়ানুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

    উক্ত ক্রীড়ানুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ছাত্র, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।