সবুজ আলো অনলাইন ১৩ জানুয়ারি ২০২৩ , ৬:১০:২৩
নাটোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের বড় হরিশপুরে মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে বনপাড়াগামী একটি মাইক্রোবাস হানিফ মিয়া নামে একজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যায়। নিহত হানিফ মিয়া (৪৫) শহরের বড় হরিশপুর এলাকার আলী মিয়ার ছেলে।
অপরদিকে নাটোরের আহমেদপুর পেট্টোলপাম্পের কাছে একটি দ্রতগামী ট্রাকের ধাক্কায় একজন ভ্যান আরোহী নারীর মৃত্যু হয়েছে। বেলা পৌনে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান যাত্রী পারুল বেগম (৩৫) জেলার বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল্লাহর স্ত্রী।