প্রচ্ছদ » দেশজুড়ে » নাটোর-৪ আসনের উপনির্বাচন; নৌকার মনোনয়ন পেলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী
নাটোর-৪ আসনের উপনির্বাচন; নৌকার মনোনয়ন পেলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী
সবুজ আলো ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৫:৫৮
মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমে জানান, নাটোর-৪ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ১৭ নেতা মনোনয়ন ফরম কিনেন। মনোনয়ন বোর্ড মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলের মনোনয়ন দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।