সবুজ আলো অনলাইন ১৫ জানুয়ারি ২০২৩ , ৩:০০:৪০
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এটিতে ক্রসহ ৭২ জন মানুষ ছিলেন। উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিলো।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে উড়োজাহাজটি কাসকি জেলায় বিধ্বস্ত হয় বলে কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উড়োজাহাজে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিল।এর মধ্যে ৪০ জনের নিহতের খবর পাওয়া গেছে।
পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা।
স্থানীয় কর্মকর্তা গুরুদত্ত বলেছেন, ধ্বংসাবশেষে আগুন লেগেছে এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।