শিক্ষা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

  নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২২ , ৯:৫০:৩৮

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান এই মোট চার বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।