বিনোদন

‘পাঠান’ আসছে বাংলাদেশে

  নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৮:২৬

সংগৃহীত

বলিউডের সিনেমা ‘পাঠান’ অবশেষে মুক্তি পাচ্ছে বাংলাদেশে।  রোববার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। তার আগে দেশের সিনেমা হলগুলোতে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। আজকের সংবাদ সম্মেলনে তাদের অনেকেই উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।