• Uncategorized

    পাবনায় বাসযাত্রীর ছুরিকাঘাতে চালকের সহকারী নিহত

      নিউজ ডেস্ক 20 November 2023 , 2:53:58

    প্রতীকী ছবি

    পাবনায় কথা কাটাকাটির জেরে বাসযাত্রীর ছুরিকাঘাতে বাসের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।আহত হয়েছেন বাসের সুপারভাইজার (৪০)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হোসেন শুভ (২৫) কে একটি চাকুসহ আটক করেছে পুলিশ।

    পাবনা-ঢাকা রুটের ‘মাছরাঙ্গা পরিবহন’ নামের একটি বাসের সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে সোমবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রী ছাউনির সামনে ওই ঘটনা ঘটে।

    এ ঘটনায় আটককৃত ব্যক্তি মারুফ হোসেন শুভ (২৫) সদর উপজেলার আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।

    নিহত বাস চালকের সহকারী (হেলপার) জুবায়ের রহমান (২৫) সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া এলাকার জাহিদুর রহমানের ছেলে।

    নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল রোববার ঢাকার গাবতলী থেকে রওনা দেয় ওই বাসটি। পথে এক বাসযাত্রীর সঙ্গে সুপারভাইজার ও চালকের সহকারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে ওই যাত্রী লোকজন ডেকে এনে গাড়ির চালক ও সুপারভাইজার সঙ্গে মারামারি শুরু করে। এ সময় জুবায়েরকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।