সবুজ আলো অনলাইন ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৯:১২
পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা: আবু মো: শাফিকুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: উবায়দুল্লাহ ইবনে আলী।
পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন, সহাকারী অধ্যাপক ডা:মাহবুবুল আলম পারভেজ এবং সহকারী অধ্যাপক ডা: আখতারুল আলম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা: শাফকাত ওয়াহিদ, পাবনার সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: ওমর ফারুক মীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি ডা: মো: গোলজার হোসেন, পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রিয়াজুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডা: গৌতম ঘোষ, ডা: জাহেদি হাসান রুমি, ডা: কুতুব উদ্দিন আওয়াল, ডা: আইনুল হক, ডা: মো: রাশেদুল হক প্রমুখ। সেমিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।