• Uncategorized

    পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উদযাপন

      মাসুদ রানা 6 April 2023 , 3:23:39

    বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ‘মহা নায়িকা’ খ্যাত পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় এসে শেষ হয়।

    পরে সেখানে মহানায়িকা সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

    সুচিত্রা সেন’ই প্রথম বাঙালী অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শক প্রিয়। জন্ম সুত্রে তিনি বাংলাদেশী নারী অভিনেত্রী।

    ১৯৩১ সালের এই দিনে তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।পাবনার মহাকালি পাঠশালায় এবং পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

    এরপর পরিবারের সাথে ভারত চলে গেলে তার বাড়িটি প্রথমে জেলা প্রশাসনের তত্বাবধানে চলে যায়। পরে ধীরে দখর হয়ে যায় বাড়িটি।পরে আন্দোলনের পর এবং আইনি লড়াই শেষে ২০১৫ সালে বাড়িটি দখলমুক্ত হলে আবারো জেলা প্রশাসনের তত্বাবধানে ফিরে যায়। সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে এবং তাকে স্মরণ করতে ২০০৪ সাল থেকে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ প্রতি বছর বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।