আইন-বিচার

পাবনায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূর আদালতে আত্মসমর্পণ

  সবুজ আলো প্রতিবেদক ৯ মার্চ ২০২৩ , ৮:২৬:৪৫

পাবনার আটঘরিয়ায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ খুশি খাতুন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) পাবনা বিজ্ঞ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেছেন। 

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে ছাগলের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে শাশুড়ি মর্জিনা খাতুনের (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে শাশুড়ির মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন পুত্রবধূ খুশি খাতুন। এতে গুরুতর আহত হলে শাশুড়ি মর্জিনা খাতুনের মৃত্যু হয়।

ঐদিন নিহত মর্জিনার ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খুশি খাতুনের আত্মসমর্পণের কথা স্বীকার করে বলেন, আসামী খুশি খাতুনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত ছিল। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার কারণে তিনি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। খুশি খাতুন বর্তমানে জেলহাজতে রয়েছে।