পাবনা

পাবনার সিভিল সার্জনের বিদায় সংবর্ধনা

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২০:১১

পাবনার সদ্য বিদায়ী সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: রফিকুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: আবু মো: শাফিকুল হাসান, সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা: এ এইচ এম মনোয়ার উল আজিজ, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: আকসাদ আল মাসুর আনন, সহযোগী অধ্যাপক ডা: গৌতম কুমার ঘোষ, ডা: বিপ্লব কুমার সাহা, ডা: সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, ডা: মো: আইনুল হক, ডা: জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডা: শাওন ডা: জাকারিয়া খান মানিক প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা: জাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, সদ্য বিদায়ী সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নতুন কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে যেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০ মে ২০২১ সালে তিনি পাবনার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তাঁর পরবর্তী কর্মস্থল সিলেট।