পাবনা

পাবনা জেলা স্বাচিপ সভাপতি ডা: মাসুদ, সম্পাদক  ডা: বিপ্লব 

  নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০২৪ , ১০:২৪:৫২

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডা. আসলাম হোসেন বিশ্বাস মাসুদকে সভাপতি ও ডা. বিপ্লব কুমার সাহাকে সাধারণ সম্পাদক করা হয়।

বুধবার (২৯ মে) রাতে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী  ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১৮ মে বগুড়া শহীদ  জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে  স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।