শিক্ষা

পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

  অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২২ , ১০:২৫:২৬

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৮ডিসেম্বর) আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এসময় সদস্য রফিকুল ইসলাম, মোঃ নাজমুল হক, মোঃ শহীদুল্লাহ প্রাং, মোঃ আঃ আলীমসহ অভিভাবকমন্ডলি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।

বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়াও অপেক্ষাকৃত ভালো উপস্থিতি ছাত্রদের স্কুলড্রেস ও ক্যালকুলেটর প্রদান করা হয়।

প্রধান শিক্ষক জানান, আগামী ১ জানুয়ারিতে আনন্দঘন পরিবেশে বই উৎসব দিবস উদযাপন করা হবে।