Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা : খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
26 June 2023 , 10:24:05
ছবি : সংগৃহীত
চলতি মৌসুমে ( ২০২৩ ) ধান, সিদ্ধ চাল ও গম সংগ্রহের জন্য সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো, ধান প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম প্রতি কেজি ৩৫ টাকা।
সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন । সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্ব করেন।
নোয়াখালীর-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দেশের অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় ৩৩৫টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে এগুলো স্থাপন করা হবে বলে জানান তিনি।