প্রচ্ছদ » পাবনা » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাটমোহরে আ. লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাটমোহরে আ. লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিউজ ডেস্ক
২২ মে ২০২৩ , ১০:৪৫:৫৬
ছবি : সংগৃহীত
রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকেলে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান প্রমূখ।
এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।