দেশজুড়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) : ২২ মে ২০২৩ , ৩:৩৪:০১

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক রজত ঘোষ, শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মী।