পাবনা

ফরিদপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

  আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : ১৪ এপ্রিল ২০২৪ , ১০:০২:৩৬

প্রতীকী ছবি

পাবনার ফরিদপুরে বাসার ছাদ থেকে পড়ে মিনান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমলার পাড়ায় এঘটনা ঘটে।

নিহত মিনান বনওয়ারি নগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র ছিল। তার মা তামান্না ফেরদৌস উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত। বাবা একজন প্রবাসী। মিনালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

জানা গেছে, আমলা পাড়ার আমজাদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন মিনান ও তার মা। ঐদিন সন্ধ্যায় চারতলা বাসার ছাদে মিনান ও তার মা বসে থাকাবস্থায় হঠাৎ করেই শিশু মিনান ছাদের উপর থেকে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।