পাবনা

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : ১৪ এপ্রিল ২০২৪ , ৯:৪১:৪৫

পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পরে বাঙালি চিরাচরিত পান্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু ভর্তা, ডাল ভর্তা সহ বিভিন্ন উপাধিও খাবারটা পরিবেশন করা হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ এসো হে বৈশাখ গানের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।