প্রচ্ছদ » পাবনা » বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আটঘরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আটঘরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
২৮ মে ২০২৩ , ৯:৫৯:১৫
পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ডা: তৌফিক ই এলাহী ও ডা: সাজ্জাদ হোসেন।
ডা. আব্দুল্লাহ আল আজিজ জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকশ রোগীকে ফ্রি চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।