দেশজুড়ে

বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

  সবুজ আলো অনলাইন ১৪ মার্চ ২০২৩ , ১১:১২:২০

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১২ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মানিকপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান।

নিহত ৬৬ বছর বয়সী ভুলু আকন্দ সুকাশ ইউনিয়নের আদঘোলা গ্রামের আমজাদ আকন্দের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি হাবিবুর রহমান জানান, ঢাকাগামী কেটিসি হানিফের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রত্না এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভুলু আকন্দকে মৃত ঘোষণা করেন।

“দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।”

ওসি জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে; অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।