সবুজ আলো অনলাইন ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৪:৫৫
নাটোরের বড়াইগ্রামে দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার ২০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব হলরুমে দৈনিক স্বতঃকন্ঠের নাটোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারীর সভাপতিত্বে ও দৈনিক স্বতঃকন্ঠের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ শাহ- আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, মডেল প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুরুজ আলী ও দেলোয়ার হোসেন লাইফ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম শিহাব, দৈনিক গণকণ্ঠ চাটমোহর প্রতিনিধি মোঃ কায়সার আহম্মেদ ও দৈনিক খবরপত্র প্রমৃখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।