দেশজুড়ে

বড়াইগ্রামে বাস চাপায় সার ব্যবসায়ী নিহত

  সবুজ আলো ডেস্ক ২৭ জুন ২০২৩ , ৬:৫৭:২৮

নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামের এক বিসিআইসি সার ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।

জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা গণমাধ্যমে বলেন, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।