সবুজ আলো অনলাইন ২১ জানুয়ারি ২০২৩ , ৮:৩৯:১৩
নাটোরের বড়াইগ্রামে সোনিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূকে গলাপিটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাঝগাঁও হাদিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাঝগাঁও হাদিসের মোড় এলাকার ভাঙারি ব্যবসায়ী লিটনের সঙ্গে স্ত্রী সোনিয়ার পারিবারিক কলহ চলেছে। এর জের ধরে আজ দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী সোনিয়াকে পেটানোর পর তার পা বেঁধে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় লিটন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার বনপাড়া এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।