সবুজ আলো অনলাইন ১০ জানুয়ারি ২০২৩ , ১০:৩৩:২৫
নাটোরের বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার বলেন, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পড়া মরদেহটি মাঠের মাঝখানে উপুড় হয়ে পড়েছিল। তার দুহাত পেছনে হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। মরদেহ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।