প্রচ্ছদ » দেশজুড়ে » বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৩ , ১১:৫৪:২৪
নাটোরের বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (৩০ জুন) সকাল ১০ টায় বনপাড়া-হাটিকুমরুল বিশ্বরোডের রাজ্জাক মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন
ঢাকাস্থ বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটি আয়োজি এ মানববন্ধনে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যাপক আমিনুল হক মতিন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি এম আলম, বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক মন্টু ডানিয়েল, পুবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, ৭১ চ্যানেলের ডিজিএম কামরুজ্জামান, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, প্রোএকটিভ মেডিকেল কলেজের এজিএম রাশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অহিদুল ইসলাম, বড়াইগ্রাম সরকারি কলেজের অধ্যাপক শফিউল হাসান তিতু, আওয়ামী লীগ নেতা রফিকুল বারী, রবিউল করিম, আব্দুল বারেক, যুবলীগ নেতা বাবর, জোনাইল ডিগ্রী কলেজের অধ্যাপক লুৎফর রহমান, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেমস স্কট, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সাবেক ইউপি সদস নুর ইসলাম, যুব নেতা কাওসার আহমেদ অপু, যুব নেতা শহিদুল ইসলাম, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি মিঠুন নন্দী, জাতীয় পার্টি (জেপি) জেলা শাখার আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম সরদার, ঢাকাস্থ নাটোর সাংবাদিক সমিতির সহ সভাপতি এমদাদুল হক, মানব জমিনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সম্পাদক আব্দুল মান্নান, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল বারী নয়ন। পরে সর্বসম্মতিক্রমে মেয়র মাজেদুল বারী নয়নকে আহবায়ক করে বড়াইগ্রামের কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।
মানববন্ধন ও সুধি সমাবেশ সঞ্চালনা করেন ঢাকাস্থ বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব ও চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন।