• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    বান্দরবানে গোলাগুলিতে আট জন নিহত

      সবুজ আলো ডেস্ক 7 April 2023 , 3:44:28

    বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাম পাড়ার কাছে দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে আট জন নিহত হয়েছেন।

    আজ শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে খামথাং পাড়া এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে অপর গ্রুপ তাদের ওপর হামলা চালায়। তাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়। সকালে স্থানীয়রা লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আট জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।