সবুজ আলো ডেস্ক ১৬ এপ্রিল ২০২৩ , ১:২৭:০৬
পাবনার বেড়া উপজেলায় এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ।
নিহত হাসান আলী (৪০) পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা।
রোববার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি স্কুলের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই হেলাল বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করলেও জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাকে খুন করা হতে পারে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যা করা হয়েছে।