• Uncategorized

    ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

      সবুজ আলো প্রতিবেদক 19 June 2023 , 7:33:13

    পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

    জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উপলক্ষে আজ সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

    এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল, উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম, মহিলা প্রশিক্ষক মোছাঃ খায়রুন্নাহার, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১৫ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।