ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ১৯ এপ্রিল ২০২৩ , ৬:১৯:৩১
পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা বড়িসহ হাসান আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়ীয়া হারোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়ীয়া হারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।’