প্রচ্ছদ » পাবনা » ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্প্রসারিত আধুনিক কার্যালয় উদ্বোধন
ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্প্রসারিত আধুনিক কার্যালয় উদ্বোধন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
২৫ মে ২০২৩ , ১০:৩২:৫২
বক্তব্য রাখছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন।
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সম্প্রসারিত আধুনিক কার্যালয় উদ্বোধন ও দলের নির্বাহী কমিটির বিশেষ বর্ষিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সভাপতি মো. লোকমান হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সহ-সভাপতি ও জেলা পরিষদ আসলাম আলী, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।