সবুজ আলো প্রতিবেদক ২৩ ডিসেম্বর ২০২২ , ১০:০০:০৪
পাবনার ভাঙ্গুড়ায় ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম রাকিবুল ইসলাম (১৬)। সে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পাচুরিয়া গ্রামের প্রবাসী রবিউল ইসলামের পুত্র ও ফরিদপুর বর্ণমালা একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র।এঘটনায় অক্ষত রয়েছেন নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন(২২)।
জানা গেছে, আজ শুক্রবার বিকেলে মামাতো ভাই জুবায়ের ও রাকিবুল বাইসাইকেলে করে জুবায়েরদের বাড়ি এরশাদনগর যাচ্ছিলেন তারা ।এসময় জুবায়ের সাইকেল চালাচ্ছিলেন এবং রাকিবুল পেছন সিটে বসে ছিলেন।পতিমধ্যে সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নৌবাড়ীয়া জামে মসজিদের কাছে পৌঁছালে মাটি বোঝাই দ্রুত গতির একটি ট্রলি সামনে থেকে তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় রাকিবুল।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন (২২) সম্পূর্ণ অক্ষত রয়েছেন।স্থানীয় লোকজন ট্রলিটি ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ‘নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রলি ও তার চালককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। ‘