পাবনা

ভাঙ্গুড়ায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ২০ মার্চ ২০২৩ , ৮:৩৫:০৪

পাবনার ভাঙ্গুড়ায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু মেলার উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মামুনুর রশীদ।

এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রতাপ কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও সাংবাদিক বিকাশ কুমার চন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজেদুল ইসলাম। মেলায় ১২ টি স্টল স্থান পেয়েছে।