প্রচ্ছদ » পাবনা » ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর দায়ে প্রাণের এজেন্টকে অর্থদন্ড
ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর দায়ে প্রাণের এজেন্টকে অর্থদন্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
২১ জুন ২০২৩ , ৬:৪৮:২৮
পাবনার ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর অপরাধে প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২১ জুন) সকালে উপজেলার সিংগাড়ি জগন্নাথপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট হাফিজুল ইসলামকে এ অর্থদন্ড দেওয়া হয়।এসময় কস্টিক সোডা মিশ্রিত ২০ লিটার দুধ জব্দ করে তা ধ্বংস করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বেশ কিছু দিন ধরে প্রাণের ওই দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে ক্ষতিকর কস্টিক সোডা মিশ্রিত ভেজাল দুধ প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তার সত্যতা মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এসময় কস্টিক সোডা মিশ্রিত ২০ লিটার দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।