পাবনা

ভাঙ্গুড়ায় নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ 

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ২৭ মে ২০২৩ , ৯:৫১:২১

ছবি : প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীর তীর দখল করে নির্মাণাধীন বহুতল ভবনের অংশ বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (২৭ মে) সকাল থেকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনটির অংশ বিশেষ ভেঙে ফেলার কাজ শুরু হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন।

উচ্ছেদকৃত ভবনটির মালিক উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিয়াপাড়ার মোতাহার হোসেন। তিনি পাশ্ববর্তী বৃলাহিড়ীবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ‘ওই ইউপি সচিব বড়াল নদীর তীর দখল করে ভবন নির্মাণ করছিলেন। সেখানে অভিযান পরিচালনা করে জমি পরিমাপ করে নির্মাণাধীন ভবনের একটি অংশ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।’